ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা টাউন হল রুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারে কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ সভাপতি ভিপি রফিুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেন, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিকজোট সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইসয়াসমিন ঝুনু, যুব মহিলালীগ সভাপতি কল্পনা বেগম, শিক্ষক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা মিল্লাত ও মাসুম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইন্সেট্রাক্টর সোহলে মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদেরসহ ২১ আগস্টে শাহাদত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা।