ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভার এলাকার স্বরুপনগর বিশ্বরোড মোড়ের মায়া হোটেলের সামনে থেকে চাঞ্চল্যকর গোমস্তাপুর থানার আফজাল হোসেন (৫২) কে ভুটভুটি চাপায় হত্যাকারী ঘাতক ভুটভুটি চালককে গ্রেপ্তার করে র্যাব- ৫।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মুশরীভূজা গ্রামের তাজামুলের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩২)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের, র্যাব-৫, এর একটি অপারেশন দল ২৩ অক্টোবর ২০২২ ইং তারিখ দুপুর দেড় টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার স্বরুপনগর মায়া হোটেলের সামনে হতে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ দ্রুত ও বেপরোয়া গতিতে ভুটভুটি চালাইয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চা ল্যকর আফজাল হোসেন (৫২) কে ভটভটি চাপা দিয়ে হত্যাকারী ঘাতক চালক ১। দেলোয়ার হোসেন (৩২), পিতা-তাজামুল, সাং- মুশরীভূজা, থানা- ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। তাকে গ্রেপ্তারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।
উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর ২০২২ তারিখ মৃত আফজাল হোসেন (৫২), তার দোকানের বেচা কেনা শেষে বাড়ি ফেরার পথে গোমস্তাপুর থানাধীন কানতলা গ্রামের জনৈক সনু (৪০), পিতা-মৃত আহসান এর বাড়ির সামনে উপস্থিত হলে পিছন দিক হতে দ্রুত গতিতে তিন চাকা বিশিষ্ট ভটভটি চালিয়ে আসা ঘাতক চালক স্বজোরে ধাক্কা দিলে আফজাল হোসেন (৫২) সাইকেল হতে ছিটকে রাস্তায় পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম প্রাপ্ত হয়। পরবর্তীতে এলাকাবাসী আফজাল হোসেন (৫২) কে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনায় পলাতক ঘাতক ভটভটি চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকায় মানববন্ধনসহ ব্যাপক চা ল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র্যাবের একটি চৌকশদল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। র্যাবের চৌকশ গোয়েন্দা দল তথ্য-প্রযুক্তির মাধ্যমে উক্ত ভটভটি চালক দেলোয়ার হোসেন (৩২), পিতা- তাজামুল, সাং- মুশরীভূজা, থানা- ভোলাহাট, জেলা-চাঁপাইনববাগঞ্জকে কে সনাক্ত করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ অক্টোবর ২০২২ ইং তারিখ ১৩৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শরিফনগরস্থ মায়া হোটেলের সামনে হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত ঘাতক ভটভটি চালক দেলোয়ার হোসেন (৩২) কে গ্রেপ্তার করা হয়।
উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মামলা নং ১৬/৩২৮ তারিখ ১২/১০/২০২২, ধারা ২০১৮ সালের পরিবহন আইন এর ৯৮/১০৫ ধারা মোতাবেক গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।