ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে কিছুটা হলেও কমেছে সূর্যের আলোর তীব্রতা। লতা-পাতা, ধানের পাতা আর ঘাষে চকচক করছে ভোরের শিশির ও কুয়াশার ফাকে উঁকি দিচ্ছে ভোরের সূর্য। সারাদিন একটু গরম অনুভূতি হলেও সন্ধার পরেই বাড়তে থাকে শীতের আমেজ।
উপজেলার বিভিন্ন বাসা-বাড়িতে এখন রাতে ফ্যান বন্ধ করে ঘুমাতে হয় এবং মধ্যরাতের দিকে গায়ে জড়াতে হচ্ছে কাঁথা।
উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের বেশ কয়েকজন প্রবীণ ব্যাক্তির সাথে কথা হলে তারা জানান, একটু দেরিতে হলেও শীত প্রায় চলেই এসেছে। দিনে সামান্য গরম থাকলেও রাতে শীত শীত অনুভব হচ্ছে। মধ্যরাতের পরেই গরম কাপড় পড়তে হচ্ছে। দিনের বেলা একটু গরম অনুভূতি হলেও সন্ধার পরেই শীত শীত অনুভূতি হচ্ছে।
তিনি আরও জানান, ভোরের দিকে পড়ছে শিশির কণা ও কুয়াশা। এ সময় সবাইকে সতর্কতার সঙ্গে চলতে হবে। যাতে করে হঠাৎ ঠান্ডা লেগে না যায়।