ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরে যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দিবসে ইউএনও আরিফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মনসহ বিভিন্ন যুব প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
পরে সফল যুব সংগঠক নুর ইসলাম, যুব প্রশিক্ষণ নিয়ে সফল মৎষ্যচাষী আজিজার রহমান বাবুসহ ৪ জনকে সম্মাননা স্মারক প্রদান ও পুরস্কৃত করা হয়।
সবশেষে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত যুব উদ্যোক্তা ৮ জনের মাঝে ৪ লাখ সত্তর হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।