ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে প্রায় ৩৩ বিঘা বিলে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির প্রায় ৫লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ ওঠেছে।
এঘটনায় বিল মালিক জাফের আলী শনিবার (১২ নভেম্বর) বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জাফের উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
বিল মালিক জাফের আলী বলেন, গত ২০২১ সালে স্থল মৌজায় প্রায় ৩৩বিঘা বিল স্থানীয় মসজিদ কমিটির নিকট থেকে তিন বছরের জন্য ৯ লাখ ৫৫হাজার টাকায় লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। গত কয়েক দিন আগে স্থানীয় দুইজন ব্যক্তির সাথে এনিয়ে কথা কাটা-কাটি হয়। এরপর বৃহস্পতিবার রাতে কে বা কাহারা ওই বিলে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৫ লাখ টাকার দেশীয় প্রজাতির মাছ মারা যায়। এঘটনায় শনিবার বিকেলে দুইজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগে দায়ের করেছেন।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিলে বিষপ্রয়োগে মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।