ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : ‘করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ “মাস্ক নাই তো, সেবা নাই” এই স্লোগানে মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে নিয়ামতপুরের আইন-শৃংখলা বাহিনী (পুলিশ) বিশেষ প্রচারাভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, দোকান, হোটেল-রেস্টুরেন্ট ও জনসাধারণের মাঝে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে প্রচারাভিযানে অংশ গ্রহন করেন ওসি (তদন্ত) হুমায়ন কবির, পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) তহছেন, শাহাদত হোসেন, ইব্রাহীম, ইউনুস, সেলিম উজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান হাবিব, রুহুল আমীন ।
অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ‘মাস্ক নাই তো, সেবা নাই। কোনো ব্যক্তি মাস্ক ছাড়া কোথাও গেলে তাকে কোনো সেবা দেওয়া হবে না। এমন কী দোকানেও কেনাকাটা করা যাবে না। ’
করোনা প্রতিরোধে জনসাধারণকে মাস্ক পরার অনুরোধ জানান অফিসার ইনচার্জ হুমায়ন কবির।
এর আগে প্রচারাভিযান চলাকালে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে যারা মাস্ক ছাড়া ঘর থেকে বের হয়েছেন তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। করোনা নিয়ন্ত্রণে এই উপজেলায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন অফিসার ইনচার্জ হুমায়ন কবির।