ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংগীততানুষ্ঠান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভা ও সংগীততানুষ্ঠান করা হয়।
এসময় জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, জেলা তথ্য অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী ফরমান আলী সরকার, কালাই থানার সাব-ইন্সপেক্টর জাহিদুল হাসান, স্থানীয় ইউপি সদস্য বাদশা মন্ডল ওরফে লাল মিয়া, শাহনাজ পারভীন প্রমুখ।