ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে রহনপুর কলোনীমোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জামালউদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু, মামুনুর রশীদ, আঃ আজিজ,জাহিদ হাসান মুক্তা, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন প্রমুখ।