ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০০ কৃষকের মাঝে দেড় শতক অনাবাদী জায়গায় আবাদ বাড়াতে প্রায় ২৫-৩০ রকম বীজ, ৩৫ কেজি সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি।
শনিবার (১৪ জানুয়ারী) বেলা ১২টায় উপজেলা হলরুমে কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান।
অনাবাদি জমিতে আবাদ বাড়াতে ‘এক ইঞ্চি জমি অনাবাদি ও পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ২০০ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র ও ঝাঁজরি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।