ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে আদালতের আদেশ তামিল করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, ঢাকার কেরানীগঞ্জ থানায় চেক ডিজনারের মামলায় আদালতের আদেশ কার্যকর করার নিমিত্তে তার বাড়ির মালামাল ক্রোক করা হয়। তাই শনিবার আদালতের ক্রোকী পরোয়ানামূলে নাচোল পৌর এলাকার শিমুলতলা নিবাসী জোবদুল হকের ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে। তার বাড়ির মালামাল (আসবাবপত্র) থানা হেফাজতে রয়েছে।