ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহা সড়কের আমাইতাড়া এলাকার ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আই.এইচ.টি)’র পার্শ্বে সরকারের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় ৩ তলা মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। গণপূর্ত বিভাগ নওগাঁর বাস্তবায়নে এ প্রকল্পে মোট ব্যয় হবে ১১ কোটি ৩৮ লাখ ৬৮ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গণপতি রায়, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন (ইফা)’র নওগাঁর উপপরিচালক গোলাম মোস্তফা, গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী আরিফ মাহমুদ, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব আলম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সম্পাদক মুক্তাদিরুল হক, ইসলামিক ফাউন্ডেশনে ফিল্ড সুপারভাইজার আবু জাফর সিদ্দিক, মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান বাবু, ইমাম আবু ইউসুফ, থানা মসজিদের ইমাম আশরাফুল আলম, ইমাম আবু সুফিয়ান প্রমুখ।