ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুতের ফলে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে এক সময়কার অতি প্রয়োজনীয় কুপি বাতি।
সে সময় ঘরে ঘরে বিদ্যুৎ না থাকায় সন্ধার পর পরই গ্রামাঞ্চলে নেমে আসতো ঘোর অন্ধকার। তখনকার সময়ে বেশ জনপ্রিয় ছিল এই কুপি বাতি বা লেম্পু। বিদ্যুতের আলোই আলোকিত এখন শহরের পাশাপাশি গ্রামাঞ্চলও।
ঘরে ঘরে বিদ্যুৎ থাকার কারনে এখন আর মানুষকে অন্ধকারে থাকতে হয় না। বিধায় প্রয়োজনও পড়ে না সেই কুপি বাতি বা লেম্পু। ফলে কালের বিবর্তনে প্রায় হারিয়ে গেছে এক সময়ের জনপ্রিয় কুপি বাতি বা লেম্পু।
সে সময় বিদ্যুৎ না থাকায় কুপি বাতি বা লেম্পু ছাড়া ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। সে সময় রায়গঞ্জের প্রতিটি ঘরেই ছিল এই কুপি বাতি বা লেম্পু। সন্ধ্যা লাগলেই শুরু হয়ে যেতো ঘরে ঘরে লেম্পু বা কুপি বাতি জ্বালানোর পালা।
এখন ঘরে ঘরে বিদ্যুতের ফলে প্রায় উপজেলা থেকে হারিয়ে গেছে সে সময়ের জনপ্রিয় পুরাতন ঐতিহ্য গ্রামাঞ্চলের বিদ্যুৎবিহীন একমাত্র ভরসা লেম্পু বা কুপি বাতি।