ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত এক সময়ের উত্তাল আত্রাই নদী এখন মরা খালে পরিণত হয়েছে। এ আত্রাই নদীটিতে সে সময় ঢেউয়ের তালে তালে চলাচল করতো ছোট বড় অসংখ্য নৌকা।
এ নদীকে ঘিরেই গড়ে উঠেছিলো মহিষবাথান, মহাদেবপুর, শিবগঞ্জ, পাঁঠাকাটার মতো বৃহৎ হাট। সেসব এখন শুধুই স্মৃতি। খরা মৌসুমের আগেই এ নদীর পানি শুকিয়ে যা। দখল ও দূষণে নদীটি এখন মৃতপ্রায়।
উত্তরে পত্নীতলা উপজেলা সীমান্ত থেকে দক্ষিণে মান্দা উপজেলা সীমান্ত পর্যন্ত আত্রাই নদীটি প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত মহাদেবপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় নদীর এ অংশে অনেক দখলদার নদী দখল করে ইমারত নির্মাণসহ নানা কাজ করছে। অন্যদিকে, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রাণীর বর্জ্য ফেলায় এ নদীতে যে সামান্য পরিমাণ পানি থাকে তাও দূষিত হচ্ছে।
অন্যদিকে, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও পাড়ের মাটি কেটে বিক্রির প্রতিযোগিতায় নেমেছে একটি প্রভাবশালী মহল। এভাবে চলতে থাকলে মানচিত্র থেকেই হারিয়ে যাবে এক সময়ের প্রমত্তা এ আত্রাই নদীটি। সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে এ নদীটি রক্ষার দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা।