ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে থেমে থাকা লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় সিমা খাতুন (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৬ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিমা খাতুন উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী এবং ইশ্বরদী ইপিজেডের কর্মী। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলিমুল ইসলাম জানান, প্রতিদিনের মত সকালে ওই স্থানে লেগুনাটি থেমে থেকে ইপিজেডের কর্মীদের তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক থেমে থাকা লেগুনাটির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ইপিজেড কর্মী নিহত হয়। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়।
তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও লেগুনা জব্দ করেছে তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।