ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : বগুড়া পুরাতন রোড নামে পরিচিত সিরাজগঞ্জ সদর কাঠেরপুল থেকে রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার হয়ে ধানগড়া আঞ্চলিক মহাসড়কটি প্রায় ২২ বছর আগে কার্পেটিং করা হয়।
এরপর উক্ত সড়কের হাটপাঙ্গাসী বাজার ব্যাতিত দু পাশের সড়ক বেশ কয়েকবার সংস্কার করা হলেও সংস্কার করা হয়নি উপজেলার হাটপাঙ্গাসী ফজল মোড় থেকে নাহিদ নিউ মার্কেট পর্যন্ত।
ফলে উক্ত সড়কটির বেশ কয়েক যায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথের হাজারো মানুষকে।
উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজনু সেখ, নিজামগাতি গ্রামের নজরুল ইসলাম, হাটপাঙ্গাসী গ্রামের হামিদুল সরকার, বিশিস্ট্য ব্যবসায়ী মঞ্জুর হাসান মঞ্জু ও ডাঙ্গারপাড়া গ্রামের আফজাল প্রামাণিকসহ একাধিক ব্যক্তির সাথে কথা হলে তাড়া জানান, হাটবাজার, উপজেলা সদরসহ এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের জন্য একমাত্র সড়ক এটি।
কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় উক্ত সড়কের নাহিদ নিউ মার্কেটের সামনে থেকে ফজল মোড় পর্যন্ত রাস্তাটুকু বড় কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে।
জনস্বার্থে অনতিবিলম্বে উপজেলার হাটপাঙ্গাসী বাজারের রাস্তাটুকু পাকা করা দরকার।
এমতাবস্হায় উক্ত সড়কের ফজল মোড় থেকে নাহিদ নিউমার্কেট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এ পথের হাজারো মানুষ।