ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মোস্তাকিম (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওই গ্রামের ইনু মিয়ার বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করতে নামে একই গ্রামের শামসুল হকের ছেলে মোস্তাকিম। সেখানে অক্সিজেনের অভাবে সে অসুস্থ হয়ে পড়ে। সে বাক প্রতিবন্ধী হওয়ায় কারও সাহায্য প্রার্থনা করতে পারিনি। পরে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, মারা যাওয়া ওই যুবকের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।