ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হামিদনগর গ্রামে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে আটক করা হয়েছে।
আটক যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের তোজাম্মেলের ছেলে নাঈম ইসলাম (২৪)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে শিবগঞ্জে সোমবার (২ অক্টোবর) দুপুর ২ টার দিকে হামিদনগর গ্রামে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিচ ইয়াবাসহ হাতেনাতে নাঈমকে আটক করা হয়।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মাহাফুজুর রহমান ও এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান টি পরিচালনা করে।
আটক নাঈম প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।