ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোববার (২৯ অক্টোবর) বদলি আদেশ পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, পুরুষ ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব।
আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, বাঙ্গাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম, আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম মাসুম, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, রোববার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে নওগাঁর ধামইরহাট উপজেলায় বদলি করা হয়।