ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : অপপ্রচার ও বিভ্রান্ত রোধে এবং নতুন ক্যারিকুলাম বাস্তবায়নে নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক নিহার সুলতানা ও ধর্মীয় শিক্ষক হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাকদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক আনিছার রহমান, কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবিউল খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, কালীগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওহেদুল ইসলাম মিলন, শিক্ষার্থী অভিভাবক রহেদুল ফকিরসহ অন্যান্য শিক্ষক-অভিভাবকবৃন্দ।