ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ঘুকসী খাল পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় ধামইরহাট ব্রিজের নিকট শ্মশান ঘাটি পয়েন্টে খনন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজহার আলী ও উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, সমবায় অফিসার হারুনুর রশীদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী নওগাঁ দপ্তরের সংশ্লিষ্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী আব্দুল বারী, সোশিওলজিস্ট মজনুল উল হক, উপসহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী মিনারুজ্জামান, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, সাবেক মহিলা পৌর কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস কবিতা, ঘুকসি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি কাউন্সিলর আব্দুল হাকিম, সম্পাদক শামিম রেজা প্রমুখ।
উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৫ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যায়ে উদ্বোধনী পয়েন্ট থেকে ঊর্ধ্বমুখী ৬ কিলোমিটার খাড়ী পূনঃখনন করা হবে যেখানে ৭টি রেফারেন্স লাইন, ২টি উপ প্রকল্প চিহ্নিতকরণ সাইনবোর্ড, ৪০ টি ডিমার্কেশান পোস্ট এবং ৬ টি মাছের অভয়ারণ্য থাকবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/