ধূমকেতু প্রতিবেদক, পোরশা : কার্ডিওলজিস্ট চিকিৎসক হয়ে জনগণের সেবা করতে চায় সদ্য মেডিকেল কলেজে ভর্তিতে চান্স পাওয়া নওগাঁর পোরশার পুলিশ কর্মকর্তার মেয়ে রেঁনেসা ডিউ বর্মন। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে রেঁনেসা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর গ্রামের পুলিশ কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন ও দিপালী বর্মনের মেয়ে।
হাস্যজ্জল রেঁনেসা জানান, তিনি ছোট থেকে কার্ডিওলজিস্ট চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন। সেই লক্ষ্য নিয়ে তিনি পড়ালেখা করেছেন। তার স্বপ্ন পুরণ হয়েছে। এতে তিনি এবং তার পরিবারের সদস্যরা খুব খুশি। দুই ভাই বোনের মধ্যে বড় রেঁনেসা ডিউ বর্মন ২০২১ সালে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ২০২৩ সালে আদমজী ক্যান্টনম্যান্ট কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
রেঁনেসা আরো জানান, তিনি পড়ালেখার পাশাপাশি সঙ্গীত শিক্ষা অর্জন করেছেন। একারণে ২০২০ সালে নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুজিব বর্ষ সেরা কন্ঠে অংশ গ্রহণ করে ফাইনাল রাউন্ড পর্যন্ত প্রতিযোগীতা করেন। পরে ২০২২ সালে জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে দেশাত্মবোধক গান গেয়ে পুরস্কার পেয়েছেন। এছাড়াও আরটিভিতে অনুষ্ঠিত জনপ্রিয় রিয়ালিটি শো “বাংলার গায়েন সিজন টু” প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সেরা ১৫ নির্বাচিত হয়েছেন। প্রতিভাবান এই শিক্ষার্থীর ভবিষ্যত স্বপ্ন পূরনে তার বাবা-মা সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/