ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে রোকনপুর সীমান্তে নিহত বাংলাদেশী গরু রাখাল সাইফুলের লাশ ২ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের পর সাইফুলের লাশ হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৬, বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আব্দুল জব্বার এবং ১৫৯, বিএসএফের ইটাঘাটা কোম্পানি কমান্ডার জয়াবীর সিং। পরে বিজিবি গোমস্তাপুর থানা পুলিশের এসআই রফিকুল ইসলামের নিকট লাশ হস্তান্তর করে।
এবিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বিজিবির কাছ থেকে লাশ গ্রহণের পর সাইফুলের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ওই সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যায় সে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews