ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ৪২টি গ্রামের তালিকাভূক্ত ৪৫০ জনের দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুর ২ টায় সামাজিক সংগঠন এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বড়থা ডি আই ফাজিল মাদরাসা ময়দানে ঈদ উপলক্ষে ৪২ গ্রামের দরিদ্র ১৭০ জনকে পাঞ্জাবি, ২৬০ জনকে শাড়ি ও ২০ জনের মাঝে শার্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
সংগঠনের সভাপতি আবু রাশেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি ও সঞ্চালক শামীম রেজা, সাধারণ সম্পাদক সাবিত হোসেন, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুমুছা স্বপন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
সংগঠনটি ইতিপূর্বে শীতবস্ত্র, করোনা মহামারীতে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক অনুদান প্রদান, বাল্য বিবাহরোধে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক কমকান্ডে এ উপজেলায় অন্যতম সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীতে আরও বড় পরিসরে এ রকম আয়োজন করা হবে বলে সংগঠনের সভাপতি আবু রাশেদ ইমাম জানান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews