ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে সাড়া ফেলেছে পবিত্র ঈদের গোস্তের সমিতি। দিন দিন গরুর গোস্ত নিম্ন-মধ্যবিত্তের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একমাত্র কোরবাবানির ঈদ ছাড়া অন্য সময়ে গরুর গোস্ত কিনে খাওয়ার সামর্থ বললেই চলে। তাই প্রতি বছর ঈদের পরের সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ চাঁদা ধরে সমিতি গঠন করে থাকেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষেরা। সারা বছর অল্প অল্প করে জমানো টাকা দিয়ে ঈদুল ফিতরের দু’একদিন আগে জমা কৃত টাকা দিয়ে গরু কিনে জবাই করে নিজেদের মধ্যে ভাগ করে নেন তারা।
উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মেরাজুলের সমিতির সদস্যরা ঈদের আগে উপজেলার চান্দাইকোনা হাটে থেকে বড় একটি ষাঁড় কেনেন।
বুধবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় গরু জবাই করে গোস্ত ভাগাভাগি করে নিয়েছেন তারা। সমিতির প্রতি সদস্যরা ২৫০০ শত টাকা দিয়ে প্রতি সদস্য গোস্ত পেয়েছেন চার কেজি ২০০ গ্রাম করে।
অপরদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের নাহিদুল ও সিহাবের সমিতির সদস্যরা একটি ষাঁড় গরু কিনে জবাই করে ভাগ করে নেন। এই সমিতির ২৫০০ টাকা করে প্রতি সদস্য গোস্ত পান ৩ কেজি ৮০০ গ্রাম করে।
এই সমিতির বেশ কয়েকজন সদস্য জানান, একেবারে এতো টাকা দিয়ে গোস্ত কেনার সমর্থ নেই তাদের। তাই সমিতির সদস্য হয়ে প্রতি সপ্তাহে ৫০ টাকা করে জমা করে চার কেজির মতো গোস্ত পেয়ে খুব খুশি লাগছে। এদিকে দিন দিন গোস্তের দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বিধায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গোস্তের সমিতি। তাছাড়া সমিতির গোস্ত ভাগাভাগি করে নেওয়ার মধ্যে মানুষে মানুষে তৈরি হচ্ছে আমরি ভালোবাসা ও মেলবন্ধন। এছাড়াও গোস্ত ভাগাভাগির মধ্যে মজাটাই আলাদা বলছেন উপজেলার অধিকাংশ গোস্তের সমিতির সদস্যরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews