ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : একদিন বাদেই পবিত্র ঈদুল আযহা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে দিনাজপুরের ফুলবাড়ী পশুর হাট।
এ উপজেলায় ছোট বড় মিলে বমিলিয়ে এবার ৪টি পশুর হাট বসেছে। এর মধ্যে সবচেয়ে বড় পৌরসভা পরিচালিত পশুরহাট। কোরবানির ঈদ উপলক্ষে এবছর হাটে এসেছে দেশি- বিদেশি নানান জাতের গরু। রয়েছে মহিষ, ছাগল, ভেড়াসহ নানান জাতের পশু, নানান আকৃতির কোরবানি উপযোগী পশু।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ আসছে পছন্দের গরুটি কিনতে। আবার কেউবা এসেছেন খামারে লালনপালন করা পশু বিক্রি করতে। দরদাম করে গরু মহিষসহ কোরবানীর পশু বেচাকেনা করছেন ক্রেতা-বিক্রেতারা। তবে, জমজমাট বাজার হলেও বেচাবিক্রি আশানুরুপ নয় বলে জানাচ্ছেন বিক্রেতারা।
এদিকে, ক্রেতাদের অভিযোগ, অধিক লাভের আশায় পশুর দাম বাড়িয়ে দিয়েছেন খামারি কিংবা বিক্রেতারা। আবার সাধ্যের মধ্যে কোরবানীর গরু কিনতে পেরে উচ্ছ্বসিত কেউ কেউ।
হাটকে কেন্দ্র করে ফুলবাড়ী থানা পুলিশের টহল, আনছার বাহিনী মোতায়নসহ জাল টাকা শনাক্তের ব্যবস্থা নওয়া হয়েছে বলে জানান, হাট ইজারাদার হাসান মোল্লা। এদিকে পৌর মেয়রসহ পৌর পরিষদের সকলেই হাটকে প্রানবন্ধ করতে সরাক্ষন হাটে অবস্থান করেন।
পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, আইনশৃঙ্খলাসহ হাটে ক্রেতা ও বিক্রেতাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, পয়নিস্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew