IMG-LOGO

বুধবার, ২৮শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মিথ্যা মামলা, চাঁদাবাজি ও টোল আদায় নিয়ে সমন্বয়ক সারজিসের বার্তা‘১/১১ এর মতো বিএনপিকে লক্ষ্য করে ক্যাম্পেইন শুরু হয়েছে’নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ডগোদাগাড়ীতে বাসের সাথে ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতজামায়াতে ইসলামী নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারিশহিদ আস-সাবুর (সাবরু)র পরিবারকে জামায়াতের ১ লক্ষ টাকা অনুদান প্রদানতত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পাওয়ায় পরাগকে রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছাগোমস্তাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধনশিক্ষার্থীদের আল কোরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠিততুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হত্যার চেষ্টাআবহাওয়া অধিদপ্তর বৃষ্টি নিয়ে যে বার্তা দিলহাতিরঝিলের লেক থেকে নারীর মরদেহ উদ্ধারছাত্রশিবির নেতা শহীদ আলী রায়হানের কবর জিয়ারতে নেতৃবৃন্দআ.লীগের চাপে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ততানোরে ওয়ার্ড বিএনপির প্রতিবাদ সভা
Home >> নগর-গ্রাম >> সিংড়া উপজেলা চেয়ারম্যানের হলফনামায় তথ্য গরমিল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

সিংড়া উপজেলা চেয়ারম্যানের হলফনামায় তথ্য গরমিল

সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন

সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, সিংড়া

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (১ম ধাপে), নাটোর জেলার সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী দেলোয়ার হোসেনের হলফনামায় তথ্য গরমিলের অভিযোগ পাওয়া গেছে।

হলফনামায় তিনি তার পৈত্রিক জমি ১০ একর দেখালেও ইউনিয়ন ভূমি অফিসের রেকর্ডে পাওয়া গেছে মাত্র ১.৩১৫ একর। ফলে হলফ নামায় তিনি প্রকৃত জমির চেয়ে প্রায় ১০ গুণ বেশি দেখিয়েছেন। বিষয়টি জানাজানি হলে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন আর সমালোচনা।

অনেকের ধারণা, দেলোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর হয়তো দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হবেন এমন চিন্তা থেকেই হলফনামায় বেশি জমি দেখিয়েছেন। যাতে মেয়াদ শেষে তিনি হলফনামা সূত্রে বলতে পারেন, নির্বাচন করার সময়ই তার ১০ একর জমি ছিল।

জানা যায়, হলফনামায় ওই প্রার্থী তাদের কৃষি জমি ১০ একরে নিজের অংশ ১৩ ভাগ দেখিয়েছেন। এছাড়া একটি আধাপাকা বাড়ি ও পুকুরে তার ৬ ভাগ রয়েছে বলে উল্লেখ করেছেন।

এদিকে হলফনামায় তথ্য গোপন ও দাখিলকৃত মনোনয়ন পত্রে অসঙ্গতি এবং ত্রুটিপূর্ণ থাকার পরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করায় প্রকাশিত গেজেট ও শপথ বাতিলের জন্য আবেদন করেছেন এলাকার তিন ব্যক্তি। সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ওই উপজেলার কলম ইউনিয়নের পারসাঐল এলাকার শের আলীর ছেলে।

প্রকাশিত গেজেট ও শপথ বাতিলের আবেদনকারীরা হলেন ওই উপজেলার ছাতারবাড়িয়া এলাকার বাবুল হোসেন, চক দূর্গাপুর এলাকার রাজু আহম্মেদ এবং সিংড়া বাজার এলাকার আক্তার হোসেন।

প্রকাশিত গেজেট ও শপথ বাতিলের আবেদনকারী তিন জনের দাবী, দেলোয়ার হোসেন তার হলফনামায় তথ্য গোপন করেছেন।

এছাড়া মনোনয়নপত্রে অসঙ্গতি ও ত্রুটিপ‚র্ণ থাকার পরেও গত ২৩ এপ্রিল তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার। গত ৮ মে ওই ভোট গ্রহণের দিন ধার্য ছিল।

তারা দাবী করেন, ওই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (১ম ধাপে) ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গত ১৭ এপ্রিল দেলোয়ার হোসেন ও লুৎফুল হাবিবের মনোনয়নপত্র বৈধ মনোনীত করে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার।

ওই বৈধ তালিকায় দেলোয়ার হোসেনের মাতার নাম লায়লা জেসমিন এবং লুৎফুল হাবিবের মাতার নাম আংগুর বালা কিন্তু দুইজন প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের সাথে জমাকৃত হলফনামা ও মনোনয়ন পত্রের সাথে বৈধ প্রার্থীর তালিকায় মায়ের নাম কোন মিল নেই।

এছাড়া দেলোয়ার হোসেনের দাখিলকৃত হলফনামায় ‘শিক্ষাগত যোগ্যত’ কলামে স্বশিক্ষিত লিখেন অপরদিকে তার জাতীয় পরিচয়পত্রের তথ্যে তার ‘শিক্ষাগত যোগ্যতা’ কলামে “মাধ্যমিক” উল্লেখ রয়েছে। দেলোয়ার হোসেন হলফনামায় স্বাক্ষর করেন ১৩ এপ্রিল। হলফনামা ও মনোনয়নপত্র জমা দেন ১৫ এপ্রিল। অথচ তার জাতীয় পরিচয়পত্রের ইস্যু তারিখ ১৬ এপ্রিল।

তাদের দাবী, দেলোয়ার হোসেন হলফনামায় যে স্বাক্ষর করেছেন ওই স্বাক্ষরের সাথে ভোটার আইডি কার্ডের স্বাক্ষরের কোন মিল নাই।

জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার বরাবর গত ৫ মে জমা দেয়া ওই আবেদনে তারা দেলোয়ার হোসেন এর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করে পুনঃতফসিলের দাবী করেছেন।

এর আগে গত ২২ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার বরাবরও আবেদন করেছেন ওই তিনজন।

আবেদনকারীদের দাবী, ওই আবেদন বিষয়ে গত ১২ মে জেলা রিটানিং কর্মকর্তার সাথে কথা বললেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। এরপর দেলোয়ারকে সিংড়া উপজেলা চেয়ারম্যান হিসাবে গেজেট প্রকাশ করা হয়েছে। তিনি শপথ গ্রহণ করে বর্তমানে দায়িত্বও পালন করছেন।

অভিযোগ বিষয়ে অনুসন্ধানে কলম ইউনিয়ন ভূমি অফিসে গেলে জানা যায়, দেলোয়ারের পিতার নামে ২৪৭, ২৫১, ২৫২, ২৫৩ মৌজায় ৫ দাগে মোট জমির পরিমাণ ১.৩১৫ একর। এর মধ্যে পুকুর ৪০ শতক, বাড়ী ২৭ শতক, ভিটা ৩০ শতক ও দুই দাগে ধানী জমি রয়েছে ৯৫ ও ২৫ শতক। ওই জমির বাংলা ১৪২৮ সাল পর্যন্ত খাজনাদী পরিশোধ রয়েছে যার হোল্ডিং নম্বর ৫৯১৮৩৭। সর্বশেষ খাজনাদী পরিশোধ করা হয়েছে ৬ হাজার ৬ শত ২০ টাকা।

ওই জমির বর্তমান মালিকরা হলেন দেলোয়ারের মা আংগুর বালা, ভাই এমদাদুল হক, মজিবর রহমান, দেলোয়ার নিজে ও অপর ভাই জুয়েল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করলেও জমির বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।

বিশিষ্ট আইনজীবী হাসান উজ জামান বাপ্পি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি নির্বাচিত হওয়ার পরও প্রার্থী সদস্যপদ হারাবেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের এত জনবল নেই যে, সব প্রার্থীর হলফনামা যাচাই করবে বা খতিয়ে দেখবে।

এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখকে বার বার ফোন দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

জানতে চাইলে নাটোর কোর্টের সরকারী কৌশুলী (জিপি) এডভোকেট মালেক শেখ জানান, কোন প্রার্থী যদি হলফনামায় প্রকৃত সম্পদের চেয়ে বেশি স¤পদ দেখায় তবে তা প্রশ্নের জন্ম দেয়। কেননা, সাধারণ মানুষের মাঝে এমন মনে হয় যে, নির্বাচিত হলে ওই অতিরিক্ত জমি জমা দুর্নীতির মাধ্যমে অর্জন করবে এমন ইনটেনশন থেকেই ওই বেশি সম্পদ দেখানো হয়েছে কি-না? এটি গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী শুধু অপরাধই নয় বরং তা তদন্তের দাবী রাখে। তদন্তে অভিযোগ সত্য প্রমানীত হলে নির্বাচিত জনপ্রতিনিধির পদও বাতিল হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031