ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মৎস্যপোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুর ২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়।
র্যালী শেষ উপজেলা পরিষদ দিঘীতে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। মৎস্য পোনা অবমুক্তর পর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাওছার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, দেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে তিন জন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew