ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে হাটের ইজারাদারের ঘর থেকে সৌর বিদ্যুতের ব্যাটারী সোলার প্যানেলসহ যাবতীয় সবকিছু চুরি করেছেন আ”লীগ ও যুবলীগের নেতারা বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। গত জুলাই মাসের শুরুর দিকে উপজেলার কৃঞ্চপুর বাজারের হাটের ইজারাদারের ঘরে ঘটে চুরির ঘটনাটি। এখবর ছড়িয়ে পড়লে চোর নামধারী নেতাদের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন হাটের ব্যবসায়ীরা। ফলে দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি তুলেছেন।
জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির কৃষ্ণপুর হাটে সরকারি ভাবে বিভিন্ন প্লাট ফরমসহ ইজারাদারের ঘর নির্মান করা হয়। সেই ঘরটি আ”লীগ ও যুবলীগের নেতারা দখল করে নেয়। ওই ঘরের ছাঁদে সৌর বিদ্যুতের সোলার প্যানেল এবং ভিতরে ৬ টি ব্যাটারি ছিল। কিন্তু চলতি বছরের জুলাই মাসের দিকে সৌলার প্যানেল ও ব্যাটারি এবং বাল্ব নিয়ে যায় পাচন্দর ইউপির দক্ষিণ শাখার আ”লীগের সহসভাপতি ইউনুস, দক্ষিণ শাখার যুবলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং ওয়ার্ড যুবলীগ নেতা হাবিবুর রহমান। শুধু ঘরের সৌর বিদ্যুতের আসবাব পত্র না হাটের ভিতরে যে সব লাইট ছিল সে সব নিয়ে যায় এতিন নেতা।
হাবিবুর জানান, সৌর বিদ্যুতের যাবতীয় সবকিছু নষ্ট হয়ে গেছে। এজন্য এসব নিয়ে যাওয়া হয়েছে।আ”লীগ নেতা ইউনুস আলী বলেন, আমি এসব নিয়ে যাব কেন। গত ৫ আগস্টের পর নিয়ে গেছে। তবে যুবলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়ার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেন নি।
গত জুলাই মাসের ১৩ তারিখে ম্যাসেন্জারে লিখে দেন ওই এলাকার এক ব্যক্তি, সেখানে তিনি লিখেন কৃষ্ণপুর হাটের ইজারাদারের ঘর থেকে সৌর বিদ্যুতের সোলার প্যানেল ও ব্যাটারি নিয়ে গেছেন জিয়া, হাবিবুর ও ইউনুস । তারা এসব নিয়ে গিয়ে তাদের বাড়িতে লাগিয়ে ব্যবহার করছেন। এসব বিষয়ে ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি আব্দুল মতিন কে বললে তিনি জানান আমি তাদের বিষয়ে কোন কিছুই বলতে পারব না।
চেয়ারম্যান আব্দুল মতিনের মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায়।
গত মঙ্গলবার দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, কৃঞ্চপুর হাটের ইজারাদারের ঘরের পশ্চিম ও উত্তর দিকের জানালা খোলা রয়েছে। ঘরের ভিতরে মোটরসাইকেল রাখা আছে। গেট তালা মারা ছিল। ঘরের ছাঁদে সোলার প্যানেল নেই, ফাঁকা অবস্থায় পড়ে আছে। সেখানে থাকা এক ব্যক্তি বলেন, ঘর টি ইজারাদারের হলেও তাদেরকে ব্যবহার করতে দেয়া হয়নি। দলীয় কার্যালয় হিসেবে চেয়ারম্যান মতিনসহ তার অনুসারীরা ব্যবহার করতেন। গত জুলাই মাসের দিকে সোলার প্যানেল ও ব্যাটারি নিয়ে যায় হাবিবুর, জিয়া ও ইউনুস।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ খবর নিয়ে এমন ঘটনা ঘটে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew