ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান। আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শণ শেষে ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ সরকারের ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব ইয়াকুব আলী পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে হাসপাতালের কোভিড-১৯ রোগীদের জন্য প্রস্তুতকৃত আইসোলেশন কক্ষ ও হাসপাতাল পরিদর্শণ শেষে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব ইয়াকুব আলী পাটোয়ারী বলেন, “উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ও সুষ্ঠু পরিবেশের এক উজ্জল দৃষ্টান্ত ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স।’
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিজ নিজ এলাকায় স্থায়ী বদলী করা হলে তারা সেবা প্রদানে আরও আগ্রহী হবেন বলে আমি মনে করি।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সফরসঙ্গী ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যানের একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব মাকসুদুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) ছিব্বির আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার আবু ইসা মো. আরাফাত ঈমাম, মেডিকেল অফিসার আবু জার গিফারী, মেডিকেল অফিসার যথাক্রমে জহুরুল ইসলাম, শিমুল হাসান, সামিউল ইসলামসহ কর্মরত সকল চিকিৎসকগণ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।