IMG-LOGO

শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে হিন্দু ধর্মালম্বীদের সূর্য্য পূজাহোয়াইট হাউজের চিফ অব স্টাফ নারী সুসি উইলসনয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি‘আমুর আইনজীবীকে মারধরের ঘটনা সাজানো’কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনবদলগাছীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে বিস্ফোরক মামলার বাদীর চাঁদা দাবিসাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তনাটোরে বিএনপির নামে কেউ চাঁদা চাইলে তার দাঁত ও হাত ভেঙ্গে দেয়া হবে: দুলুনাটোরের কাদিরাবাদে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজরাজশাহীতে ৩ দিন ব্যাপীবনসাই প্রদর্শনীর উদ্বোধনবাগমারায় বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিতমোহনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনাআড়ানি স্টেশনে আন্তঃ নগর ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসিপুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক : মিনু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে বিস্ফোরক মামলার বাদীর চাঁদা দাবি

বদলগাছীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে বিস্ফোরক মামলার বাদীর চাঁদা দাবি

বদলগাছীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে বিস্ফোরক মামলার বাদীর চাঁদা দাবি

বদলগাছীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে বিস্ফোরক মামলার বাদীর চাঁদা দাবি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির সহ যুব সম্পাদক বেলাল হোসেন সৌখিনের বিরুদ্ধে মামলার আসামির তালিকা থেকে নাম বাদ দিতে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শামসুল আলম খানের কাছে তিনি এই চাঁদা দাবি করেন বলে অভিযোগ। এ বিষয়ে দুই নেতার কথোপকথনের ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে বিস্ফোরক দ্রব্যাদি আইনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ রানা, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনসহ ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২০ জনের নামে বদলগাছী থানায় একটি মামলা হয়।

মামলার বাদী উপজেলা বিএনপির সহ যুব সম্পাদক বেলাল হোসেন ওরফে সৌখিন। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গোবরচাপা হাট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনে শোনা যায়-

সৌখিন: হ্যালো, সালামালেকুম। ভাই আমি সৌখিন, চাংলার সৌখিন
শামসুল: হ্যাঁ ভাই, ভালো
সৌখিন: চিনতে পারছেন
শামসুল : হ্যাঁ ভাই পারছি
সৌখিন: আপনি ওই ম্যানকাক (বিএনপি নেতা মানিক) বলে ২ লাখ টাকা দিছেন
শামসুল : না না না ভাই আমি টাকা পাবো কোথায়
সৌখিন: ম্যানকা আপনাক বাঁচাতে পারবে?

শামসুল : বাঁচা মরা এখন আল্লাহর হাতে
সৌখন: আল্লহার হাতে ঠিক আছে, কিন্তু আল্লাহ যে আমার হাতে আপনার জীবন মৃত্যু লিখে রাখছে। তা আপনি ম্যানকার সাথে যোগাযোগ করে বাঁচতে পারবেন? আমরা কি বাল ফেলাব। ভাগ মিলতেছে না। আমার এই নাম্বারে বিকাশ, নগদ সব খোলা আছে। আপনি ১ লাখ টাকা এখানে পাঠায়ে দেন। আপনি ম্যানকাক টাকা দেবেন মানে আমরা কে? টাকা দিতে হবে।
সামছুল আলম: হাহাহা করে হাঁসছিল।

সৌখিন: তাহলে এলা গুজ উঠে কেন? আপনে তাহলে ম্যানক্যাকে ফোন করেন। পাশে থেকে আরেকজনকে বলতে শোনা যায় সে কোন জায়গায় আছে খোঁজ নাও, সঙ্গে সঙ্গে তার সুরে জানতে চান আপনি কোথায় আছেন। না হলে আপনি কই আছেন কন তো?
সামছুল আলম: না ভাই না, এগুলো মিথ্যে কথা ভাই।

বুধবার রাত ১০ টার দিকে প্রথমে সুমন হোসেন ও নয়ন হোসেন নামের দুইটি ফেসবুক আইডি থেকে এই কথোপকথনের এই অডিও পোস্ট দেওয়া হয়। পরে এই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এদিকে বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আওরঙ্গজেব চৌধুরী মানিক বলেন, আমি আমার দলের নেতাদের সাথে আলোচনা কের তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, সেইভাবে ব্যবস্থা গ্রহণ করবো।

অপরদিকে, বিএনপির এক নেতা ক্ষোভের সহিত জানালেন এই মামলা তাদের কাছে এখন চাঁদা আদায়ের রশিদ হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে বিএনপি বেলাল হোসেন সৌখিন দাবি করেন, ‘শামসুল চেয়ারম্যানের সঙ্গে আমার কথাই হয়নি। যেটা ছড়াছে এটা সম্পূর্ণ ভুয়া।আমি মামলার বাদী। আমাকে ফাঁসানোর জন্য কেউ কেউ এগুলো ফেসবুকে ছাড়ছে।’

এ বিষয়ে শামসুল আলম বলেন, ‘বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ আদালতে একটা কাজে গিয়েছিলাম। ওই সময় একটি মোবাইল নাম্বার থেকে কল আসে। নিজেকে চাংলার সৌখিন পরিচয় দিয়ে আমার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। শুনতেছি মামলায় অভিযুক্ত অন্য আসামীদের কাছ থেকেও এভাবে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে।’

জানতে চাইলে বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, ওই কল রেকর্ডের ঘটনা এখনকার না, এটা মামলার অনেক আগের। বিষয়টি গতকাল আমি জেনেছি। তবে বিএনপির নাম ভেঙে যে এধরনের কাজ করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির একজন বলেছেন এই মামলাটি তাদের কাছে চাঁদা আদায়ের রশিদ এমন প্রশ্নে সেই বিএনপি নেতার নাম জানতে চান তিনি। এছাড়া তিনি বলেন, এধরনের কোন কিছু করার সুযোগ নেই।

সার্বিক বিষয়ে জানতে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের মোবাইলে কল করা হলে তিনি বলেন, সৌখিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হওয়ার প্রমাণ পেয়েছি। কল রেকর্ডটির সত্যতা যাচাই করা হয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news