IMG-LOGO

শনিবার, ৯ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় চার্জারভ্যানসহ নিখোঁজ হওয়া কিশোরকে উদ্ধারমান্দায় ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৮ জনের নামে মামলাশুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি : সারজিস আলমরাজবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলনপোশাক শ্রমিকদের বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধসুখবর দিলেন অভিনেত্রী রুনা খানছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে প্রেস সচিবের বক্তব্যফুলবাড়ীতে আল মদিনা ট্রাভেলস এন্ড ট্রেড এর নতুন কার্যালয়ের উদ্বোধনগাজায় ইসরায়েলি হামলা, ৩৯ জনের প্রাণহানীপাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ, ২১ জনের প্রাণহানীরাজশাহীতে আরএমপি পুলিশের অভিযানে আটক ১৩লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃতবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র একাংশের র‌্যালিরাজশাহীতে বৃক্ষসিটি রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপের পুরস্কার বিতরণ
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৮ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৮ জনের নামে মামলা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যার নয় বছর পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও র‍্যাব কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলার আরও অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিহত আসাদুল্লাহ তুহিনের আপন মামা মো. কবিরুল ইসলাম (৪১) বাদী হয়ে মামলাটি করেন।

নিহত আসাদুল্লাহ তুহিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকার চকপাড়া গ্রামে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাববগঞ্জ সিটি কলেজ শাখার সভাপতি ছিলেন।

মামলার আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস (৫৬), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী ফটিক (৫৫), জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন (৭২), মো. এজাবুল হক বুলি (৫১), মো. মাইনুল ইসলাম (৬০), ডা. ইব্রাহিম আলী (৪২), মো. সোহেল (৩১), বেনজির আহমেদ (৬২), তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খাঁন আলমগীর, তৎকালীন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল, এসআই বিশারুল ইসলাম, এসআই শহিদুল ইসলাম, হাবিলদার খাইরুল ইসলাম, ল্যান্স কর্পোরাল ওমর ফারুক, নায়েক মো. সওদাগর আলী, মো. মাসুম বিল্লাহ, নুর মুহাম্মদ শিকদার, সিপাহী শফিকুল ইসলাম ও এসআই আবু হুরায়রা।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৬ জানুয়ারি দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে নিজ বাড়ি থেকে চোখ বেঁধে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়আসাদুল্লাহ তুহিনকে। এ সময় তিনি গাড়িতে উঠতে আপত্তি করলে রাইফেলের বাট দিয়ে তাকে বেধারক পিটিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। রাত আনুমানিক ১০টা থেকে ১টার মধ্যে উল্লেখিত আসমিদের উপস্থিতিতে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে অস্থায়ী র‌্যাব কাম্পে তুহিনকে বেধাড়ক মারপিট করা হয়। তার কাছে জামায়াত নেতাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। আসামিদের প্রচণ্ড মারধরের ফলে আসাদুল্লাহ তুহিন গুরুত্বর জখম হয়ে মারা যান। এই মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভিকটিমের মরদেহকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয় এবং ভিকটিমের মরদেহ রাস্তায় ফেলে গাড়ি চাপা দেওয়া হয়। এছাড়া ভিকটিমের মৃত্যুর প্রকৃত কারণ যেন উদঘাটিত না হয় সেজন্য তৎকালীন বি.এম.এ নেতা ডা. গোলাম রাব্বানী ফটিককে দায়িত্ব দেওয়া হয় এবং সে চিকিৎসকদের প্রভাবিত করে মিথ্যা ও বানোয়াট সরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট করানো হয়।

মামলার বাদী মো. কাবিরুল ইসলাম বলেন, ২০১৫ সালের ২৬ জানুয়ারি দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে নিজ বাড়ি থেকে আমার ভাগ্নে আসাদুল্লাহ তুহিনকে হত্যার উদ্দেশ্যে চোঁখ বেঁধে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। এরপর আমরা তার কোনো খোঁজ খবর পাইনি। তার পরেরদিন একটি মাধ্যমে আমরা খবর পাই যে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তার মরদেহ রাখা আছে। সারাদিনের বিভিন্ন সাজনো নাটক ও আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যার পরে তার ডেড বডি বুঝিয়ে দেওয়া হয় এবং আমাদের চাপ দিয়ে দ্রুত সময়ের মধ্যে জানাজার ব্যাবস্থা করতে বলা হয়।

তিনি বলেন, সৈরাচার হাসিনা সরকারের আমলে আমরা কোনো মামলা করতে পারিনি বরং আমাদের জীবনই হুমকির মুখে ছিল। গত ০৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সৈরাচার হাসিনা সরকারের বিদায় হয়েছে। এখন আমরা নায্য বিচার পাবো। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা সদর মডেল থানায় উপস্থিত হয়ে মামলা করেছি। আশা করি আমরা ন্যায় বিচার পাবো।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া বলেন, মামলার আবেদন নেওয়া হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news