IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাটপাঙ্গাসীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলকুষ্টিয়ায় দুই মাসে পুলিশ ও জনপ্রতিনিধিসহ ৬ খুনট্রাম্প-বাইডেন বৈঠকসাবেক এমপি সেলিম গ্রেপ্তারলেবাননে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরাপত্তা পরিষদের‘‘আগেই ভালো ছিল’ বলার সুযোগ দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা’বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা : এ্যাড. মিলনপরিচয় মেলেনি গোমস্তাপুরে উদ্ধারকৃত অজ্ঞাত লাশেরফিনল্যাডে ৪৪তম স্থানীয় খাদ্যের মেলাগোমস্তাপুরে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ ১টি গ্রামপেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন : স্বরাষ্ট্র উপদেষ্টাবাগমারার হাটগুলোতে বেড়েছে পাটের দামইরানে ইসরাইল-সংশ্লিষ্ট ৪ সন্ত্রাসী নিহত‘স্বার্থপরের মত পালিয়ে গেছেন শেখ হাসিনা’মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে মুকুলসহ গ্রেপ্তার ১৭
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় দুই মাসে পুলিশ ও জনপ্রতিনিধিসহ ৬ খুন

কুষ্টিয়ায় দুই মাসে পুলিশ ও জনপ্রতিনিধিসহ ৬ খুন

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ায় সাধারণ জনমনে ছড়িয়েছে আতঙ্ক। সেই সাথে রয়েছে উদ্বেগ উৎকন্ঠা। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আসছেনা পুলিশ প্রশাসনের। দুই মাসে দু’জন পুলিশ ও একজন জনপ্রতিনিধিসহ অন্তত ৬জন খুনের শিকার হয়েছেন। সেই সাথে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। যাঁদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে সেই পুলিশ সদস্যরাই রয়েছেন অনিরাপদ। তারাও হয়েছেন হামলা ও খুনের শিকার।

পুলিশ সদস্যদের পাশাপাশি হত্যাকান্ডের শিকার হয়েছেন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। এর পাশাপাশি উদ্বেগজনক হারে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি ও হামলাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড। গত কয়েক মাসে কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যান, দুই পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ সমর্থিত দুই ভাই সহ খুন সহ ৬জন হয়েছেন সাধারণ মানুষ। থানার ভেতর থেকে চুরি হয়েছে পুলিশের মোটরসাইকেল। বাড়ির গেট থেকে ছিনতাই হয়েছে ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা। এছাড়াও রয়েছে সামাজিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে হামলা, মামলা ও হত্যার ঘটনা। রয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় হাট-বাজার, ঘাট, পুকুর-জলাশয় ও বালুমহাল দখলের মহোৎসব।

পুলিশ বলছে, ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা নিস্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অপরাধীরা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্ষমতা ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন। যারা এতদিন কোনঠাসা ছিলেন তারাই এখন বেপরোয়া হয়ে উঠেছেন। কেউ কেউ সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন।

পুলিশের ভাষ্যমতে, ২৮ অক্টোবর ভোরে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে দূষ্কৃতকারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জেলার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা এ ঘটনা ঘটে। এসময় দুষ্কৃতকারীরা পদ্মা নদীতে পুলিশ সদস্যদের নৌকা ডুবিয়ে দেয়। ৬পুলিশ সদস্যের মধ্যে ৪ পুলিশ সদস্য সাঁতরিয়ে নদী থেকে উঠে আসতে পারলেও পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ হন। পরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় পুলিশ কর্মকর্তা সদরুল আলম ও মুকুল হোসেনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে গিয়েও হামলার শিকার হয়েছেন কুমারখালী থানা পুলিশ।

৩০ অক্টোবর বিকেলে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে বংশগত বিরোধের জের ধরে আওয়ামী লীগ সমর্থক দুই ভাই হামিদুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলামকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় আরও ৫জন। হত্যাকান্ডে জড়িতরা বিএনপি সমর্থক বলে প্রকাশ্যে এমন তান্ডবলীলা চালিয়েছে এমন অভিমত স্থানীয়দের। দুই ভাই হত্যাকান্ডের ঘটনায় ৪৭ জনের নামে মামলা হলে পুলিশ ৫জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাঁকী আসামিরা পলাতক রয়েছে বলে পুলিশের দাবি।

গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর ইপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নিজ অফিস কক্ষে নঈমুদ্দিন সেন্টু চেয়ারম্যানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ডে বাঁধা দেয়া, সন্ত্রাসীদের আইনের আওতায় আনার বিষয়ে প্রশাসনকে সহায়তা করা, শূন্যপদ তৈরি করে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখা এবং সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের জন্য পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ নিহতের পরিবার ও এলাকাবাসীর। চেয়ারম্যান হত্যাকান্ডের মুল আসামিসহ ৩জন গ্রেপ্তার হলেও কিলিং মিশনে অংশ নেওয়া কিলাররা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। এদিকে ১লা নভেম্বর শুক্রবার ভেড়ামারা থানার মধ্যে সার্কেল অফিসের সামনে থেকে তিন পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি হয়। একইদিন কুমারখালী উপজেলায় কলেজের সভাপতি পদ নিয়ে বিএনপির দুপক্ষ দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ ৩ জন আহত হোন।

উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির পদ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। ২ নভেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার পরিষদ মডেল মসজিদ সংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার নগদ ৫ লক্ষ টাকা ব্যাগে ভরে ব্যবসায়ী নূরুল ইসলাম মোটরসাইকেল যোগে বাড়ি ফিরলে সশস্ত্র ছিনতাইকারীরা পিস্তুল ঠেঁকিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেফতার হলেও বাঁকী আসামিরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এছাড়াও দৌলতপুর উপজেলায় প্রকাশ্যে চলে অস্ত্রের ব্যবহার ও মহড়া। ফলে আতঙ্কগ্রস্থ রয়েছে এ উপজেলার সাধারণ মানুষ। শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ভারত থেকে সড়ক পথের পাশাপাশি নদী পথেও আসছে মাদক। গত কয়েক মাসে এ উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক চোরাচালান। সেইসাথে বেড়েছে অস্ত্রের চোরাচালান। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদক ও অস্ত্রসহ বেশ কয়েক আটক হলেও মুল হোতারা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

এছাড়াও ৯ অক্টোবর পদ্মা নদী থেকে বালু উত্তোলনের সময় সন্ত্রাসীদের গুলিতে দুই শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর রোববার সকাল ৯টার দিকে মিরপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে তৌহিদ সর্দার নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১২ জন। উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে হামলা, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও গত ২মাসে জেলায় অন্তত ৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। বিশেষ করে কুষ্টিয়া-রাজবাড়ি ও কুষ্টিয়া-মেহেরপুর সড়কে একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। সেইসাথে মোটরসাইকেল চুরি নিত্যদিনের ঘটনা। এরসাথে রয়েছে হাট-ঘাট-বাজার, পুকুর-জলাশয় ও বালুমহাল দখলের উৎসব।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ গণমাধ্যম কর্মীদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ জেলায় সামাজিক দ্বন্দ্ব নিয়ে কিছু হত্যার ঘটনা ঘটেছে। তারপরও পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news