ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে একাধিক শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণের অভিযোগে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গণিত) মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে একাধিক শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণ করতেন। বিষয়টি জানাজানি হলে ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েকজন ছাত্রী সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। এছাড়াও ক্লাস বর্জন করে অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানের শাস্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা।
পরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহ্ অভিযোগ ও শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি লিখিতভাবে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানকে জানান। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম ওই বিদ্যালয় গিয়ে বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টি নিয়ে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় আলোচনা হয়। আলোচনা শেষে সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রধান শিক্ষক নজরুল ইসলাম শাহ্ ওইদিনই সহকারি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন।
এ ব্যাপারে সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে কয়েকজন ছাত্রী অন্যের খাতা দেখে লেখার চেষ্টা করছিল। এতে বাধা দেয়ায় ওই ছাত্রীরা ক্ষুদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে মিথ্যা অভিযোগ করে। এছাড়া ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও আগে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের ষড়যন্ত্রেরই শিকার হয়েছেন তিনি।
তিনি আরও জানান, ওই ষড়যন্ত্রকারীদের আলাপ আলোচনার কিছু অডিও রেকর্ডও তার কাছে রয়েছে।
এ ব্যাপারে রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখান্ত করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew