ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা ট্রাকের সাথে সংঘর্ষে কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার তেরো মাইল নামক স্থানে। এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র ফারদিন ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান।
সূত্র জানায়, মঙ্গলবার ভোরে নওগাঁ থেকে একটি মোটর সাইকেল যোগে মহাদেবপুরে ফিরছিলেন তারা। পথিমধ্যে তেরো মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে রেজুয়ানের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি মোঃ হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew