ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পুকুরের পানিতে পড়ে জেরিন (১৫) নামের এক শারীরিক, বুদ্ধি ও বাক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।
নিহত জেরিন উপজেলার উত্তরগ্রাম ইউপির শিবরামপুর গ্রামের সুলতান হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, জেরিন জন্মগতভাবে শারীরিক, বুদ্ধি ও বাক প্রতিবন্ধী। সে নিজে কোনো খাবারও তুলে খেতে পারত না। তবে হামাগুড়ি দিয়ে সামান্য চলাফেরা করতে পারত। এজন্য পরিবারের লোকজন মাঝে মাঝে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখত।
স্থানীয়রা আরও জানান, শনিবার সকালে ছাড়া পেয়ে সকলের অজান্তে বাড়ির পাশের একটি হাঁটু পানির পুকুরে পড়ে মারা যায়। সকাল ৮ টার দিকে স্থানীয়রা পুকুরের পানিতে তার লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews