ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে গভীর নলকূপের অপারেটর পরিবর্তনের দাবী করায় সাধারণ কৃষকদের পিটিয়ে আহত করেছে অপারেটর রুবেল ও তার লোকজন। এ ঘটনায় ৪জন কৃষক গুরুতর আহত হয়ে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর মৌজায় বরেন্দ্র প্রকল্পের আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি অনুদানে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। নলকূপটির অপারেটর শ্রীরামপুর গ্রামের খোরশেদ আলীর পুত্র রুবেল হোসেন উক্ত গভীর নলকূপের আওতাধীন কৃষকদের বিভিন্ন ভাবে হয়রানিসহ প্রতি বিঘা জমিতে সেচ বাবদ ১ হাজার ৭শ টাকা আদায় করে নির্ধারণ করতে থাকে। এতে করে কৃষকরা অতিষ্ঠ হয়ে অপারেটর পরিবর্তন করে নির্বাচনের মাধ্যমে অপারেটর নিয়োগের জন্য মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি প্রকৌশলী, বিএমডিএ বরাবর আবেদন করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে প্রতিপক্ষ শ্রীরামপুরের আবেদ আলী মন্ডলের পুত্র আব্দুল আলিম (৪০), খোরশেদ আলীর পুত্র ওই নলকূপের অপারেটর রুবেল হোসেন (২৭) তার ভাই তারেক (২৫), বামনসাতা গ্রামের আক্কাস আলীর পুত্র আকতার হামিদ বিশু (৪৫) সহ আরো অনেকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বামনসাতা মোড়ে অবস্থানরত শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র জাহাঙ্গীর আলম (৩৫), বামনসাতা গ্রামের আলহাজ্ব আহাদ আলীর পুত্র মোকাদ্দেস হোসেন (২৮), মিয়াজান আলী (৩৬), বামনসাতা গ্রামের মোস্তাফিজুর রহমানের পুত্র মারুফ হোসেন (১৮) মারপিট করে। গুরুতর আহত ৪জন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
শ্রীরামপুর গ্রামের কৃষক তজর দেওয়ানের দুই পুত্র মোঃ মোশারফ হোসেন ও মোতালেব হোসেন জানান, ওই নলকূপের আওতায় তাদের প্রায় ২০ বিঘা জমি আছে পক্ষান্তরে অপারেটর রুবেলের কোনো জমিই নেই। তারা গায়ের জোরে ইচ্ছামত কৃষকদের কাছ থেকে পানির দাম আদায় করে।
এ ব্যাপারে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মহাদেবপুর জোনের সহকারি প্রকৌশলী আশেকুর রহমান জানান, মারামারির বিষয়টি লিখিতভাবে কেউ জানায়নি, বিষয়টি নিয়ে সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে এস আই এমদাদুল হকের নেতৃত্বে একদল পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।