ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা সদর নজিপুরের একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন-মহান মুক্তিযুদ্ধ এবং মুজিব বর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বুধবার পত্নীতলা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অত্র জনপদের সুবিধাবঞ্চিত ছিন্ন মূল শীতার্ত মানুষের মাঝে ‘অদম্যের শীতের উষ্ণতা’ শীর্ষক কর্মসূচিতে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
একইসঙ্গে ‘অদম্য নজিপুর’ সংগঠনের সহযোগী শিক্ষামূলক সংগঠন ‘নজিপুর ম্যাথ সার্কেল’ আয়োজিত গণিত উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নজিপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং অদম্য নজিপুরের সম্মানীয় প্রধান উপদেষ্টা ময়েজ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মূল্যবান ও জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও কবি আহমেদ হোসেন বাবু উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত প্রহ্লাদ কুন্ডু, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা।
সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে বাড়ি বাড়ি শীতবস্ত্র পৌছিয়ে দেয়া হয় এবং গণিত উৎসবের বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়।