ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : বরিশালে হত্যা করে ড্রামে ভরে লাশ অন্যত্র সরিয়ে দেয়া মামলার প্রধান অভিযুক্ত আব্দুল খালেক হাওলাদার (৫৫) কে গ্রেপ্তার করেছে পিবিআই। শুক্রবার বেলা ১১ টায় বরিশাল নগরের রুপাতলীস্থ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার হুমায়ুন কবির।
গ্রেপ্তারকৃত আব্দুল খালেক বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারার পশ্চিম বিবিরপাড় এলাকার মৃত গোলাম আলী হাওলাদারের ছেলে ও বরিশাল নগরের কাশিপুরস্থ ভুইয়া মসজিদ সংলগ্ন নির্মাণাধীন বহুতল ভবনের কেয়ারটেকার।
পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, গত ২০ নভেম্বর রাত ৮ টার দিকে বরিশাল জেলার গৌরনদী থানাধীন ভূরঘাটা নামক স্থানে বাসের ভিতর ড্রামে একজন অজ্ঞাতনামা অনুমানিক ৩৪-৩৫ বছরের নারীর লাশ পাওয়া যায়। পিবিআই ক্রাইমসিন টিম তাৎক্ষণিক উপস্থিত হয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে ক্রাইমসিন সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করে।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে এটি একটি কুলেস হত্যাকান্ড। পুলিশের বিভিন্ন তদন্ত সংস্থা মৃত নারীর পরিচয় নির্ণয়, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করে। পিবিআই বরিশাল জেলার একটি টিমকে ছায়া তদন্তে নিয়োজিত করা হয়। একই দিন পিবিআই বরিশাল জেলা অজ্ঞাতনামা মৃত মহিলার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। নিহত নারী গৌরনদী উপজেলার সদরের বাসিন্দা ও কাতার প্রবাসী সহিদুল ইসলামের স্ত্রী ছাবিনা বেগম।
হুমায়ুন কবির জানান, এরপর ২৩ নভেম্বর মামলাটি তদন্তের জন্য পিবিআই এর বরিশাল জেলা ইউনিট দায়িত্ব গ্রহণ করে। মামলাটি তদন্তকালে পিবিআই বরিশাল জেলার তদন্তকারী কর্মকর্তাসহ দশ সদস্যের একটি টিম আসামী গ্রেপ্তারের জন্য বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। গত রাত ৩ টার দিকে হত্যায় অভিযুক্ত প্রধান আসামী আব্দুল খালেক হাওলাদার (৫৫) কে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন হিজলতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, আসামীর হত্যার কাজে ব্যবহৃত আলামত হিসেবে পূর্বে জব্দকৃত ড্রাম ও পাইপের তৈরী রড বাঁকা করার যন্ত্র (চিরা সাবল) শনাক্ত করে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সাবল দিয়ে নিহতের মাথায় আঘাত করে হত্যা করা হয়। ৫-৬ লাখ টাকা নিয়ে বিরোধের জেরে আসামী খালেক হাওলাদার পূর্ব পরিকল্পিতভাবে ছাবিনাকে হত্যা করে। যে টাকা দিয়ে সাবিনার স্বামীর মাধ্যমে আসামী খালেক হাওলাদারের স্বজনকে বিদেশে পাঠানোর কথা ছিলো। কিন্তু সে টাকা না দিয়ে বার বার ঘোড়ানোর কারণে খালেক হাওলাদার সাবিনার ওপর ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাÐ চালায় বলে জানান পুলিশ সুপার।