ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বিধবা নারী দিদারী রবিদাসকে নতুন ঘর দিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। নতুন ঘর পেয়ে করোনাকালে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভুক্তভোগী বিধবা নারী।
স্থানীয়রা জানান, স্বামী মারা যাবার পর নানার জমিতে কোন রকম অন্যের কাজ করে দিন পারতেন। ঘরের চালা প্রাকৃতির দুর্যোগে উড়িয়ে গেলে উন্মুক্ত ঘরেই রাত কাটাতের ১নং ধামইরহাট ইউনিয়নের মহব্বতপুর গ্রামের মিত রামচরন রবিদাসের মেয়ে দিদারী রবিদাস। বৃষ্টি এলেই অন্যের বাড়ীতে তাকে রাত্রি যাপন করতে হতো। এই খবর পেয়ে ধামইরহাট ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান নতুন ঢেউটিন দিয়ে ও ৩ জন শ্রমিক দিয়ে তাৎক্ষনিক তার ঘর সংস্কার করে দেন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বিধবা দিদারী রবিদাস অত্যন্ত সরল-সোজা প্রকৃতির সংখ্যালঘু সম্প্রদায়ের একজন অসহায় নারী, ঘরের ছাউনি নষ্ট হওয়ায় তাকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় জানতে পেরে তার ঘর সংস্কারের ব্যবস্থা করে দিয়েছি, তাকে স্বামী পরিত্যাক্ত ভাতা প্রদানের আওতায় তালিকাভুক্তও করেছি, বিধবা দিদারী রবিদাসের অন্যন্য সহযোগিতা আমার ইউনিয়ন পরিষদ প্রদান অব্যাহত রাখবে।
রোববার বিকেলে তার নতুন ঘরের সংস্কার সমাপ্ত করে নতুন তালাচাবিও হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।