ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : পেশাগত দায়িত্বপালন কালে বগুড়ায় সময় টিভির রিপোটার মাজেদুর রহমান ও কামেরা পার্সন রবিউল ইসলামের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং হামলাকারিদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে নওগাঁ মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের আয়োজনে সময় টিভির নওগাঁ প্রতিনিধি এম আর রকির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, প্রতিনিধি সাদেকুল ইসলাম, বাসদের জেলা সমন্বয় জয়নাল আবেদীন মুকুল, মোহনা টিভির মাহমুদুন্নবী বেলাল, একাত্তর টিভির প্রতিনিধি তন্ময় ভৌমিক, দৈনিক অবজারভার পত্রিকার প্রতিনিধি ওবায়দুল হক প্রমুখ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য সাংবাদিকদের ওপর অত্যচার নির্যাতন নতুন কিছু নয়। অতীতে হয়েছে এখনও চলছে। সত্য তুলে ধরলেই কখনও প্রশাসন, জনপ্রতিনিধি কখনও বা তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের রোষানলে পড়তে হচ্ছে। বগুড়ায় সময় টিভির রিপোটার মাজেদুর রহমান ও কামেরা পার্সন রবিউল ইসলামের হামলা ও নির্যাতনকারি স্থানীয় আ’লীগ নেতা জনি মন্ডল ও জনপ্রতিনিধি লুৎফর রহমানকে দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
একই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতন, মারপিট, হত্যা বন্ধ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন বক্তারা।