ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আটমাস ১৮ দিন পর জামিনে মুক্ত হলে সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা কারগার থেকে মুক্ত হন।
তিনি নওগাঁর পতœীতলা উপজেলায় ‘দৈনিক আমাদের সময় ও দৈনিক অবজারভার’ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি নজিপুর পৌর এলাকার আল-হেরা স্কুলপাড়ার আবুল কালাম আজাদ এর ছেলে।
জানা গেছে, করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে গত বছরের ১২ এপ্রিল সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদকে নজিপুর পৌর এলাকার আল-হেরা স্কুলপাড়া থেকে আটক করে পুলিশ। পরে পতœীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ৮মাস ১৮ দিন পর কারামুক্ত হন তিনি।