ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধ কমিটি এবং দুটি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসির ব্যানারে মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের সামনের রাস্তায় এ কর্মসূচী পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, হারুন অর রশীদ, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম ও আবু বক্কর সিদ্দিক।
বক্তারা বলেন, শিক্ষার্থী অভিভাবকদের না জানিয়ে অত্যন্ত গোপনে প্রতিষ্ঠানের পকেট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে কম্পিউটার ল্যাব অপারেটর এবং গবেষনাগার/ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই দুই পদে স্বজনদের নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ।
স্থানীয় বাসিন্দা হারুন অর রশীদ বলেন, গত ১৭ অক্টোবর এই দুই পদে নিয়োগ বোর্ডে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের পত্র দেওয়া হয়। প্রার্থীরা যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হলেও মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতিসহ নিয়োগ বোর্ডের কোনো সদস্যই উপস্থিত ছিলেন না। এ ঘটনার পর থেকে স্থানীয় লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরেক বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ‘অধ্যক্ষ মামুনুর রশীদ পকেট কমিটির মাধ্যমে দুই পদে তার আত্মীয়দের নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন। এর আগেও একাধিক পদে নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। এ ধরনের দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবী করছি।’
এ প্রসঙ্গে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদের মোবাইলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। প্রতিষ্ঠানেও অনুপস্থিত ছিলেন।


