ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সরকারি এম এম কলেজ শিক্ষক ও স্থানীয় সাংবাদিক হারুন আল রশীদ এবং পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম মুসার মা রওশন আরা বুলি’র জানাযা সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট বাজার ফুটবল মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে সমাজসেবক গিয়াস উদ্দিনের স্ত্রী ও সাংবাদিক মাতা রওশন আরা বুলি’কে স্বামী ও মেয়ের কবরের পাশে মঙ্গলকোঠায় নিজস্ব কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ধামইরহাট পৌরসভার মেয়র মো.আমিনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, ধামইরহাট সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান চৌধুরী চপল, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মরহুমার বড় ছেলে পৌর কাউন্সিলর রেজাউল করিম মুসা, মেঝ ছেলে ধামইরহাট সরকারি এম. এম কলেজের শিক্ষক হারুন আল রশীদ, ছোট ছেলে অবসরপ্রাপ্ত বিমান সেনা মামুনুুর রশীদ, মাওলানা নুরুজ্জামান ও আলহাজ্ব হাফেজ জাকারিয়া।
মরহুমার ছেলে সাংবাদিক হারুন আল রশিদ জানান, ১০ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টায় ধামইরহাট বাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে— রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর । তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।