ধূমকেতু নিউজ ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় লোকালয়ে আটক হওয়া মেছো বাঘ পুলিশের গাড়িতে মারা গেছে। তবে এর আগে ওই বাঘের থাবায় স্থানীয় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার বিকালে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
বাঘের থাবায় আহতরা হলেন, উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রামের মৃত মেছের আলীর ছেলে আইয়ুব আলী (৪৫), মৃত ফালুমিয়ার ছেলে আব্দুর রহিম (৪২), কদম আলীর ছেলে আবদুল মালেক (৩০) ও বাবর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৭)।
আহতদের স্থানীয় নিহাত ফার্মেসিতে টিকাসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওই ফার্মেসির স্বত্বাধিকারী ও পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম জানান।
সিংগাইর উপজেলা ফরেস্টার ইউসুফ আলী বলেন, বলধারা ইউনিয়নের জৈল্লা গ্রামের সাবেক মেম্বার মৃত জয়নালের ছেলে আব্দুস সালামের একটি পরিত্যক্ত ঘরে বাঘ ঢুকেছে এমন খবর পেয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়।
এর পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় জাল দিয়ে ২৫-২৬ কেজি ওজনের ওই মেছো বাঘটি আটক করা হয়।
পরে আটক বাঘটি পুলিশের গাড়িতে থানায় নেওয়ার পথে মারা যায়।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও ফরেস্ট কর্মকর্তা ইউসুফ আলী জানান।
তিনি আরও বলেন, মৃত বাঘটি ময়নাতদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।