ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বদলগাছীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত বারি মিষ্টি আলু-৮ এর প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বদলগাছী সদর ইউনিয়নের দাউদপুর মাঠে সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমানের সভাপতিত্বে উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষন মোঃ মুনজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ঘাসান আলী। এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার সামসুল আলম খাঁন, সাহার আলী, জহির রায়হান, ও মিষ্টি আলু চাষি নূর আলম, আফসার, তৌহিদুল ইসলাম, জাহিদুল, রফিকুল সহ এলাকার আরো কৃষক-কৃষানী প্রমূখ।
বক্তরা বলেন, লাল রংয়ের মিষ্টি আলু হেক্টর প্রতি ৩৫ মে.টন উৎপাদন হয় এতে ভিটামিন এ ক্যারোটিন পাওয়া যায় এবং শিশুদের রাতকানা রোগ থেকে মুক্ত করে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিষ্টি আলুতে বিনিয়োগ কম। অল্প খরচ করেই তাঁদের অনেক বাড়তি আয় হচ্ছে।
উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাযায়, চলতি মৌসুমে এই উপজেলায় ১১৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মিষ্টি আলুর চাষ হয়েছে। আর এই মিষ্টি আলু বেশি চাষাবাদ হয়েছে বদলগাছী সদর ও আধাইপুর ইউনিয়নের নদীর চর এলাকায়।
বদলগাছী সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের কৃষক নূর আলম বলেন, আমি এবছর ২০ শতক জমিতে বারি মিষ্টি আলু-৮ চাষ করেছি। আশা করছি এই জমি থেকে ফলন পাবো প্রায় ৬০ মণ।
তিনি আরো বলেন, আগে এই এলাকার কৃষকেরা প্রচুর পরিমাণে মিষ্টি আলু চাষ করতেন। আর সেই সময় কৃষকরা মিষ্টি আলুর দাম ভালো না পাওয়ায় ইরি,বোরো, আউশ ও আমন ধান চাষাবাদে ঝুকে পরতেন। তাই কয়েক বছর আগেও এসব জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল চাষ হতো না। বর্তমানে দুই-এক বছর আগে থেকে এখানকার কৃষকেরা কৃষি কর্মকর্তাদের পরামর্শে মিষ্টি আলু চাষাবাদ শুরু করেছেন।