ধুমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘরসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৬৬ হাজার ১ শত ৭৯ টি ভূমিহীন ও গৃহহীনদের নতুন ঘর প্রদানের উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ধামইরহাটে ১৫০ টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত নতুন ঘরের দলিল হন্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
অনুষ্ঠানে উপজেলা ভাইস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমান, সালেহ উদ্দিন আহমেদ, আব্দুস সালাম, ইমরুল কায়েশ বাদল, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন সহ বিভিন্ন উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্র্মকর্তা ইস্রাফিল হোসেন জানান, ধামইরহাট উপজেলায় ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে ইসবপুর, বৈদ্যবাটি, জোতওসমান, উদয়শ্রী বেলপুকুর, রসপুর ও আগ্রাদ্বিগুনের কাশিপুর আশ্রয়ন কেন্দ্রসহ মোট ১৫০টি ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘর নির্মান বাবদ ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।