ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। বুধবার রাত দেড় টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ ঢাকা টু বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন তাঁতিপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে সাকিবুল ইসলাম জনি (২১) ও ভীমপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে রমজান শেখ (২৪)।
র্যাব-১২ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র্যাব-১২ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ ঢাকা টু বগুড়া মহাসড়কে মা জেনারেল হাসপাতালের সামনে রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাসি করে। এক পর্যায় একটি ট্রাক হতে ৫০০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি (ASHOK LEYLAND) ট্রাক এবং ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে The Special Powers Act,1974 এর 25 (B) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।