ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আধাইপুর গ্রামে বদলগাছী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা ফসল উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সরিষা ও রসুন বীজ উৎপাদন ও সংরক্ষণের জন্য মাঠ দিবস পালন করা হয়। একই সাথে দুই শতাধিক কৃষকদের নিয়ে রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতোয়ার রহমান, উপসহকারী জহির রায়হান, রশিদুল্লাহ, রোমানা তাসনিম, আধাইপুর ইউপি সদস্য দেবল চন্দ্র প্রমূখ।