ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর পরিদর্শন করেছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘরের কাষ্টোডিয়ান মো. ফজলুল করিম আরজু।
পরিদর্শন শেষে তিনি জাদুঘরে থাকা পরিদর্শন বহিতে সাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির।
পরিদর্শনের সময় বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহারের ঐতিহ্য সম্পর্কে ধারণা প্রদান করেন জাদুঘরের কাষ্টোডিয়ান। এসময় মন্ত্রীর সফর সঙ্গী হিসাবে ছিলেন উক্ত মন্ত্রনালয়ের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।