ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : মুজিববর্ষ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জলাশয় (চককৃষ্ণপুর দীঘি) পুন:খননের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে হাতুড় ইউনিয়নের চককৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রকৌশলী মাইনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, মহাদেবপুর উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা একেএম জামান, হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, খাজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ কুমার দে, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব, চক কৃষ্ণপুরে প্রাথমিক সরকারি বিদ্যালয় এর সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বর্মন, হাতুর ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (NATP-২), মৎস্য অধিদপ্তর এর আওতায় এগ্রিকালচার ইনোভেশন ফান্ড-২ (AIF-২) এর অনুদান প্রাপ্ত দুটি মৎস্যজীবী সমিতির হাতে প্রধানমন্ত্রীর উপহার পিকআপের চাবি হস্তান্তর করেন আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।